Vadu Gaan Rural folk song of west Bengal India |ভাদু গান - পশ্চিমবঙ্গের প্রাচীন লোকগান | ভাদু গানের যেমন সুর তেমনি নৃত্য ভঙ্গিমা | Porichoy TV<br />#Bhadu_song,<br />#bhadu_gaan,<br />#ভাদু_গান,<br />#Birbhum_folk_song,<br />#বীরভূম_জেলার_আঞ্চলিক_সংস্কৃতি<br /><br /><br />গলাইচন্ডী চন্ডীমাতা ভাদু সম্প্রদায়,পো.: বুনিয়া, বীরভূম -731303<br />ভাদু গান<br /><br />শিল্পী : অষ্ঠম দাস, মো : 8509709454/7584868395/9593269665<br />ঢোল : কালু দাস,মো :8116351066<br />নৃত্যশিল্পী : চন্ডীচরন দাস<br /><br />ভাদু গান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি প্রাচীন লোকগান। এই গান রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর জেলা ও <br />বর্ধমান জেলার আসানসোল মহকুমা এবং ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি ও হাজারিবাগ জেলার লৌকিক উৎসব ভাদু উৎসবে এই গান গাওয়া হয়ে থাকে।<br /><br />কথিত আছে যে পুরুলিয়ার কাশিপুরের পঞ্চকোটের রাজা নীলমনি সিংহদেবের কন্যা ছিলেন ভাদ্রেশ্বরী। সেখান থেকেই ভদ্রেশ্বরী। তা থেকেই ভাদু। <br />লোক মুখে প্রচলিত গল্পটা এমনই কাশীপুরের রাজকন্যা ভদ্রেশ্বরীর বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু ভদ্রেশ্বরীর বর বিয়ে করতে আসার পথে <br />ডাকাতদের কবলে পরে মারা যান। সেই শোকে ভাদু আত্মঘাতী হন। ভাদুর স্মৃতিকে ধরে রাখতেই কাশিপুরের রাজার পৃষ্ঠপোষকতায় রাজ্যবাসী <br />এই ভাদুর শুরু করেন। আবার কেউ বলেন, ভাদ্রমাসে পঞ্চকোট ও ছাতনার রাজার মধ্যে যুদ্ধে পঞ্চকোটের রাজা বিজয়ী হন। সেই স্মৃতিতেই এই গান ও উৎসবের শুরু |